মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরের জলসীমায় মাদক পাচারে সন্দেহভাজন নৌযান লক্ষ্য করে তিনটি পৃথক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন।
এই ঘোষণার মধ্য দিয়ে গত সেপ্টেম্বরের শুরুতে শুরু হওয়া মার্কিন হামলার আরও গতি পেয়েছে।
এই প্রথমবার যুক্তরাষ্ট্র একই দিনে একাধিক হামলার ঘোষণা দিয়েছে।হেগসেথ জানিয়েছেন, একমাত্র জীবিত আরোহীকে উদ্ধারের জন্য মেক্সিকান অনুসন্ধান ও উদ্ধারকারী কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছে। তবে ওই আরোহী মেক্সিকোর হেফাজতে থাকবেন নাকি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।
এর আগে অক্টোবরের শুরুর দিকে হওয়া একটি হামলায় দুই আরোহী বেঁচে গিয়েছিলেন। সেই সময় মার্কিন সামরিক বাহিনী তাদের উদ্ধার করে এবং পরে কলম্বিয়া ও ইকুয়েডরে ফিরিয়ে দেয়।
মাদক পাচার রোধে এই ধরনের হামলা অব্যাহত থাকবে কিনা বা এই বিষয়ে মেক্সিকো ও অন্যান্য প্রতিবেশী দেশের ভূমিকা কী হবে, সেই দিকেই এখন সকলের নজর থাকবে।
