English

27.1 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫
- Advertisement -

সবাইকে যে দুটি বই পড়ার অনুরোধ করলেন সোহেল তাজ

- Advertisements -

সবাইকে দুটি বই পড়ার অনুরোধ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে এ অনুরোধ করেন তিনি।

পোস্টটি আমাদের সময়ের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।

কত বড় নির্লজ্জ বেহেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না I প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কু এর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা- আনসার বাহিনী দিয়ে, ব্যাটারী রিকশা, নূর হোসেন দিবসে “Trump” কার্ড, ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা আর এবার গেরিলা বাহিনী তৈরী করে সন্ত্রাস সৃষ্টি করা।

দুইটা বই সবাইকে পড়তে অনুরোধ করবো:

১. আমার ফাঁসি চাই

২. অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী

এই দুইটা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা

বিঃ দ্রঃ

নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি

বিঃ বিঃদ্রঃ

আওয়ামীলীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1anx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন