গ্লোবাল পপ সেনসেশন টেইলর সুইফট বলেছেন, তার বাগদত্তা এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে দেখা হওয়ার পরেই তার বিয়েকে ‘বাস্তব’ মনে হওয়া শুরু হয়েছে।
হার্ট রেডিও-এর এমা বাটনের এক অনুষ্ঠানে ১৪ বার গ্র্যামি জয়ী এই শিল্পী তার বাগদান, বিয়ে নিয়ে ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানান।
সুইফট স্বীকার করেছেন, তিনি এমন কোনো ব্যক্তি নন, যিনি ছোটবেলায় বিয়ে বা বিয়ের পোশাক নিয়ে স্বপ্ন দেখতেন।
তিনি বলেছেন, ‘আপনি ভাববেন আমি সারাজীবন বিয়ের স্বপ্নে বিভোর থাকতাম, কিন্তু সত্যি বলতে আমি এ বিষয়ে কখনও ভাবিনি, যতক্ষণ না আমার সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়।’
তিনি ব্যাখ্যা করেন, কেলসের সঙ্গে তার সম্পর্ক পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।
সুইফট বলেন, ‘আমি সত্যিই আগামী দিনের জন্য উচ্ছ্বসিত’।
গত ২৬ আগস্ট ৩৫ বছর বয়সি সুইফট এবং কেলস ২৬ আগস্ট বাগদানের ঘোষণা দেন।দুই বছরের সম্পর্কের পর এই যুগল স্বপ্নের মতো এক রোমান্টিক পরিবেশে বাগদান সম্পন্ন করেন। ফুলে ঘেরা বাগানের মাঝে দুই তারকার বাগদান হয়েছিল। সে সময় টেইলরের হীরের আংটি নিয়েও বেশ আলোচনা হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালেই প্রথম তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। এরপর থেকে এই তারকা জুটি হয়ে ওঠেন বিনোদন ও খেলাধুলার দুনিয়ার সবচেয়ে আলোচিত প্রেমিক-প্রেমিকা। টেইলরকে একাধিকবার ক্যানসাস সিটি চিফসের ম্যাচে গ্যালারিতে চিয়ার করতে দেখা গেছে, আবার কেলসকেও দেখা গেছে টেইলরের সোল্ড-আউট ‘ইরাস ট্যুর’-এর কনসার্টে।