English

31.7 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না: মেসির স্ত্রী

- Advertisements -

কাতার বিশ্বকাপজুড়েই ছবি পোস্ট করেছেন রোকুজ্জো। আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার পর আন্তোনেলা রোকুজ্জো তিন সন্তানকে নিয়ে হাসিখুশি একটা ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, ‘সেমিতে! এগিয়ে যাও আর্জেন্টিনা, হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

মাঠে তাঁর জীবনসঙ্গী লিওনেল মেসি লড়াই করেন আর্জেন্টিনার জন্য। আর রোকুজ্জো আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারি থেকে সমর্থন দেন তাঁর দেশ আর্জেন্টিনাকে, মেসিকে। কাল রাতে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরও এমন একটি পোস্ট করেন রোকুজ্জো।

লুসাইল স্টেডিয়ামে কাল রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩–০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। নিজে একটি গোল করার পাশাপাশি হুলিয়ান আলভারেজকে দিয়েও গোল করান মেসি। আর জোড়া গোল করেন আলভারেজ। দুর্দান্ত এই জয়ের পর মনের আনন্দ আর ধরে রাখতে পারেননি রোকুজ্জো। তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে লুসাইলের গ্যালারিতে একটি ছবি তোলেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রোকুজ্জো লিখেছেন, ‘এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ, কেউ তা বুঝবেন না। এগিয়ে যাও আর্জেন্টিনা, এগিয়ে যাও মেসি।’

কাতার বিশ্বকাপে এ পর্যন্ত ৫ গোল করেছেন মেসি। গোল বানিয়েও দিয়েছেন। আর্জেন্টিনার ফাইনালে ওঠায় তাঁর অবদান এক কথায় অনবদ্য। কাল রাতে ফাইনালে ওঠার পর পরিবারকেও স্মরণ করেছেন এই তারকা, ‘পরিবারের কথা মনে পড়ছে। তারা সব সময় পাশে ছিল। ভালো ও খারাপ—দুই রকম সময়ই পার করেছি। তবে এখনকার সময়টা উপভোগের।’

রোজারিওতে জন্ম নেওয়া রোকুজ্জোর সঙ্গে মেসির প্রথম দেখা ১৯৯৬ সালে। ২০১৭ সালে রোজারিওতে বিয়ের পিঁড়িতে বসেন দুজন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1bkg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন