English

33.2 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
- Advertisement -

শাহরুখের গালি, আমিরের ছি!

- Advertisements -

নাসিম রুমি: আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে পা রাখলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বহু প্রতীক্ষিত তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে সোমবার।

আর ট্রেলার মুক্তি পেতেই কার্যত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকরা একদিকে যেমন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আরিয়ানের স্টাইলিশ সিনেমা-মেকিংকে, তেমনই উন্মুখ হয়ে অপেক্ষা করছেন সিরিজের মুক্তির দিনের জন্য।

ট্রেলারজুড়ে ভরপুর ড্রামা, নাচ, গান, রঙিন বিনোদনের পশলা। গোটা বিষয়টির উপর ব্যাকরণ মেনে রয়েছে একেবারে বলিউডি ফিল্মি ছোঁয়া।

সিরিজে মুখ্যচরিত্রে লক্ষ্য অভিনীত চরিত্রে আসমান সিং, এক সাধারণ ছেলের তারকা হয়ে ওঠার গল্পই দেখানো হয়েছে এখানে। বাবা–মায়ের (বিজয়ন্ত কোহলি ও মোনা সিং) প্রেরণায় ছেলেটি স্বপ্ন দেখে সুপারস্টার হওয়ার। তবে তার যাত্রা মসৃণ নয়—সুপারস্টার অজয় তলওয়ার-এর সঙ্গে সংঘাত, তারই মেয়ের প্রেমে পড়া, আর শেষমেশ নিজের জায়গা করে নেওয়ার লড়াই—সব মিলিয়ে একেবারে বাণিজ্যিক ঢংয়ে গড়া কাহিনি।

আমিরকে যেমন ‘ছি ছি’ করতে করতে মজার দৃশ্যে দেখা গেছে তেমনই ট্রেলারের একেবারে শেষে শাহরুখের মুখে গালাগালি শুনে নড়েচড়ে বসেছে নেটপাড়া!

তবে সিরিজটির সবচেয়ে বড় চমক—বলিউডের হেভিওয়েট তারকাদের ক্যামিও উপস্থিতি। টিজারে দেখা মিলেছিল সালমান খান, করণ জোহর আর ব়্যাপার বাদশার।

কিন্তু ট্রেলারে বাজিমাত করেছেন শাহরুখ খান, আমির খান, এস.এস. রাজামৌলি, দিশা পাটানি, অর্জুন কাপুর ও রাজকুমার রাও।

এক কথায় তারকার মেলা বসেছে সিরিজ ঘিরে। প্রধান চরিত্রে রয়েছেন লক্ষ্য, সাহের বাম্বা, মনোজ পাওয়া, মণীশ চৌধুরী, রাঘব জুয়েল, অন্যা সিং, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, রজত বেদি ও গৌতমী কাপুর।

সিরিজটি প্রযোজনা করেছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সহ-নির্মাতা হিসেবে রয়েছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে তারকাবহুল এই ওয়েব সিরিজ।

আরিয়ান খানের প্রথম পরিচালনায় যে ঝকঝকে বলিউডি ধামাকা আসছে, ট্রেলারেই তার ইঙ্গিত স্পষ্ট। এখন দেখার, সিরিজটি সত্যিই কি বলিউডের অন্দরকাহিনিকে রঙিন মোড়কে দর্শকের সামনে তুলে ধরতে পারে কি না?

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1d8y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন