English

31 C
Dhaka
শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
- Advertisement -

‘কৃষ্ণ’ দিয়ে সংগীতযাত্রা শুরু করেছিলেন হাবিব ওয়াহিদ

- Advertisements -

নাসিম রুমি: অনুভবের ছোঁয়া, প্রেম আর জীবনবোধের গান মানেই সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। যার সুরে বাংলা লোকগীতি নতুনরূপে ফিরে এসেছে বর্তমান প্রজন্মে।

দেখতে দেখতে জনপ্রিয় এ গায়ক ৪৭ বছরে পা রাখলেন। ১৯৭৯ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন হাবিব। আধুনিক বাংলা পপ সঙ্গীতের পথদ্রষ্টা ফেরদৌস ওয়াহিদের সন্তান তিনি।

ছোটবেলা থেকেই গানের প্রতি আলাদা টান ছিল এ গায়কের। তাই বাবা কীবোর্ডে নিজে নিজেই তুলতে চেষ্টা করতেন সুরের মুর্ছনা।

 

পড়াশুনা করেন লন্ডনের স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিংয়ে শব্দ প্রকৌশল নিয়ে। এসময় তিনি এশিয়ান আন্ডারগ্রাউন্ডের নিতিনের সাথে কাজ করার সুযোগ পান।

ছাত্রাবস্থাতেই ২০০৩ সালে তিনি লন্ডনে প্রকাশ করেন তার প্রথম লোকসঙ্গীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’। পুরোনো স্বাদের লোকসঙ্গীত পাশ্চাত্যের ঢংয়ে ফিরে আসায় মুক্তির পরপরই দেশে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে তার গান।

সেই ধারাবাহিকতায় ২০০৪ সালে ‘মায়া’ এবং ২০০৫ সালে ‘ময়না গো’ শিরোনামের অ্যালবাম প্রকাশ করেন। ওই অ্যালবাম দুটিও পছন্দ করেন সংগীতপ্রেমীরা। সে দুই বছর অ্যালবাম দুটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছিল।

হাবিবের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘শোন’, ‘বলছি তোমাকে’, ‘আহ্বান’, ‘স্বাধীন’ ইত্যাদি। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘তোমাকে ছেড়ে আমি’, ‘দিন গেল’, ‘ডুব’, ‘তোমাকে ছেড়ে আমি’, ‘কেন এমন হয়’, ‘মহাজাদু’ ইত্যাদি।

ক্যারিয়ারে সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ডসহ দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার পেয়েছেন হাবিব ওয়াহিদ। বর্তমানে গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ সুরের জাদুকর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1f3c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন