English

28.5 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
- Advertisement -

প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন

- Advertisements -

আপিল শুনানিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪১৭ জন প্রার্থিতা ফিরে পেয়ে বৈধ প্রার্থীর তালিকায় যুক্ত হয়েছেন। এ নিয়ে মোট বৈধ প্রার্থী দাঁড়াল ২২৫৩ জন।

রবিবার (১৮ জানুয়ারি) নয়দিনের শুনানি শেষ করে নির্বাচন কমিশন।

গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

৩০০ আসনে বৈধ প্রার্থী থাকে ১৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেন। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে রবিবার টানা ৯ দিনে শুনানিতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ২৫৩ জন।

তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

এবার ৪১৭ জন প্রার্থিতা ফিরে পেলেন, যা গতবারের চেয়ে দেড়শ জন বেশি। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে বাদ যায় ৭৩১টি। এরপর ৫৬০ জন আপিল করলে প্রার্থিতা ফিরে পান ২৮৬ জন।

শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আপনারা হয়তো অনেকেই আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। বিকজ উই ওয়ান্ট দি ইলেকশন টু বি পার্টিসিপেটেড। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1gbw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন