English

25.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২৩, ২০২৫
- Advertisement -

জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার না হলে ভোটকেন্দ্রে যাবেন না এলাকাবাসী

- Advertisements -

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা মাঝগ্রাম থেকে কালাসিংড়া মধ্যে দিয়ে বাঁশো বাজার পর্যন্ত আনুমানিক ৫ কিলোমিটারের রাস্তা প্রতিবছর ভারী বৃষ্টির কারণে এক হাঁটুসমান কাঁদামাটি হচ্ছে।

এই রাস্তা দিয়ে অন্তত ২০ গ্রামের মানুষ চলাচল করে। বেহাল ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকার মানুষদের। রাস্তার সংস্কার হলে ভোগান্তি কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এলাকাবাসী। নন্দীগ্রাম উপজেলার বেশ কিছু রাস্তার সংস্কার করা হলেও এই রাস্তা মেরামত করার কাজ হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এলাকাবাসীরা বলছেন জাতীয় নির্বাচনের আগে রাস্তার সংস্কার যদি না হয়,তাহলে কেউ ভোটকেন্দ্র ভোট দিতে যাবেন না এবং তাদের পরিবারকেও ভোট কেন্দ্রে যেতে দিবেন না। রাস্তার সংস্কার কাজ শুরু না হলে কোন জনপ্রতিনিধিকেও ওই এলাকায় ভোট চাইতে বা ঢুকতে দেবেন না।

৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের থালতা মাঝগ্রাম থেকে কালাসিংড়া মধ্যে দিয়ে বাঁশো বাজার এই রাস্তাটি মাটির রাস্তা হওয়ার কারণে ঠিকভাবে কোন গাড়ি- মোটরসাইকেল, অটো- ইজিবাইক, ভ্যান চলাচল করতে পারছে না।

ছোট বাচ্চারা নিয়মিত স্কুলে যেতে পারছে না। রাস্তায় এক হাঁটুসমান কাঁদার কারণে ঘরে বসে থাকতে হচ্ছে অনেক খেটে খাওয়া মানুষদের। ঘরে বসে থাকা যুবকদের এলাকার বাহিরে কর্মস্থলে যেতে অসুবিধা হচ্ছে।

তারা এ রাস্তা নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধির সাথে কথা বলছেন জনপ্রতিনিধিরা বলেন রাস্তা করে দিবে, কিন্তুু আজও এ রাস্তাটি করা হয়নি। যুগ যুগ ধরে এই ৫ কিলোমিটারের রাস্তা আজও পড়ে আছে। কিন্তু কোন জনপ্রতিনিধিরা আজও রাস্তা সংষ্কার করতেছে না।

স্থানীয় জনপ্রতিনিধি মো: আক্কাস আলী ইউ.পি সদস্য সাথে কথা বললে তিনি জানান, এই রাস্তা নিয়ে তিনি অনেক এমপি সাথে কথা বলেছেন।কিন্তুু তারা এই রাস্তা করে দিচ্ছেন না। তবে খুব শীঘ্রই এই রাস্তার কাজ হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1kt4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন