English

32.7 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

চীনে একদিনে এক বছরের সমান বৃষ্টি

- Advertisements -

চীনের উত্তরাঞ্চলে একদিনে এক বছরের সমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানী বেইজিংয়ের নিকটবর্তী এই শিল্পশহর বাওডিংয়ে ভারী বৃষ্টিপাতের কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ১৯ হাজার মানুষ।

গতকাল শুক্রবার ভোর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের কাছের শিল্পনগরী বাওডিংয়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। ব্যাপক এই বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ১৯ হাজারের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

উত্তর চীনে সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত দেখা গেছে। যার ফলে বেইজিংসহ ঘনবসতিপূর্ণ শহরগুলো বন্যার ঝুঁকিতে পড়েছে।

প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ বিভাগ ও প্রাদেশিক আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের ঝুঁকি বৃদ্ধির কথা উল্লেখ করে স্থানীয় সময় সকাল ৬টার দিকে পিঙ্গলিয়াং ও কিংইয়াংয় অঞ্চলে এই রেড অ্যালার্ট জারি করেছে। একই দিনে, সংস্থা দুটি পরবর্তীতে একই অঞ্চলে ভূমিধসের আশঙ্কার জন্যও রেড অ্যালার্ট জারি করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1nvq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন