সৌদি আরবের একটি প্রদেশে ৪.৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ভোরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
সংবাদমাধ্যম খালিজ টাইমস এবং সৌদি গেজেট ভূমিকম্পের এ খবর জানিয়েছে। যদিও তাদের প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
খালিজ টাইমস বলছে, দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ৫০ কিলোমিটার গভীরে।
তবে সৌদি গেজেট জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৪.০ এবং এর উৎপত্তিস্থল ছিল প্রায় ৮ কিলোমিটার গভীরে।
