কিশোরগঞ্জের কটিয়াদীতে ইন্জিল চালিত নসিমন (টমটম) গাড়ি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত ও চালক আহত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২.৩০ টার দিকে কটিয়াদী-বেতাল রোডের হ্যালিপ্যাড সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটছে।
এ ঘটনায় নসিমনে থাকা হাসান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে একি উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামের রমজানের ছেলে। নসমিনে থাকা চালক সিয়াম (১৮) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, বেতাল থেকে কটিয়াদী আসা দ্রুতগামী নসিমন গাড়িটি কটিয়াদী আসার পথে তেঁতুল তলা সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে হঠাৎ ব্রেক করলে উল্টে যায়। এসময় নসিমনের পিছনে বসা হাসান ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়৷ চালক সিয়ামকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কটিয়াদী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মেহেদী হাসান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান ।
