English

27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
- Advertisement -

কৃষি গবেষণার মূল লক্ষ্য হোক কৃষকের কল্যাণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

- Advertisements -

দেশের কৃষক যেন সরাসরি উপকৃত হয়, গবেষণা কর্মসূচি প্রণয়নের সময় সেটি অবশ্যই বিবেচনায় রাখতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষি গবেষণার লক্ষ্য হবে কৃষকের কল্যাণ। এতে পর্যায়ক্রমে কৃষক থেকে শুরু করে পুরো জাতি উপকৃত হবে।

বুধবার দুপুরে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া। সভাপতিত্ব করেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

কর্মশালায় বারি’র গবেষণা কার্যক্রম ও সাফল্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. মাজহারুল আনোয়ার, পরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, পরিচালক ড. মো. মোখলেসুর রহমান ও পরিচালক ড. মো. আলতাফ হোসেন।

বারি সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে গৃহীত গবেষণা কর্মসূচির মূল্যায়ন এবং অভিজ্ঞতার আলোকে ২০২৫–২৬ সালের নতুন কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ পর্যন্ত বারি বিজ্ঞানীরা বিভিন্ন ফসলের ৬৭৭টি উচ্চফলনশীল (হাইব্রিডসহ) ও রোগ প্রতিরোধক্ষম জাত এবং ৬৭২টি উৎপাদন প্রযুক্তিসহ মোট ১,৩৪৯টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এসব প্রযুক্তির ফলে দেশে তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1ygg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন