English

37 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

আজ সিলেটের দুই ল্যাবে বিভাগের ১৩৩জনের করোনা পজেটিভ,এবার আক্রান্ত হলেন কোতোয়ালি থানার ওসি

- Advertisements -
Advertisements
Advertisements

বৃহস্পতিবার (২০) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ১৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বৃহস্পতিবার ২৮২ টি নমুনা পরিক্ষায় ৫৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩৩ জন, মৌলভীবাজারের ২৪ জন ও সুনামগঞ্জ জেলার ২ জন। এবার আক্রান্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর করোনা শনাক্ত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সেলিম মিয়া নিজেই। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ৭৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ২৮ জন, হবিগঞ্জের ৪ জন সিলেট জেলার ৩০ জন ও মৌলভীবাজার জেলার ১২ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৪৫ জন।এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ২২৪ জন, সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৮৭৬ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৪২০ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩২৫ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২২, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগের ৫ হাজার ১৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ২০০০, সুনামগঞ্জে ১৪২৫, হবিগঞ্জে ৯২৯, মৌলভীবাজারে ৮০২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন