English

24 C
Dhaka
মঙ্গলবার, মে ৭, ২০২৪
- Advertisement -

বিতর্কিত ক্যাচের ছবি ফেসবুকে দিয়ে মুশফিক লিখলেন ‘মা শা আল্লাহ’

- Advertisements -
Advertisements
Advertisements

গতকাল ডিপিএলের সুপার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট  ক্লাবকে ৩৩ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাড়া করতে নেমে ভালোই খেলছিল প্রাইম ব্যাংক।

কিন্তু ম্যাচের মোমেন্টাম বদলে দেয় বিতর্কিত এক আউট।ইনিংসের ৩৪তম ওভারে নাঈম হাসানের বলে ডিপ মিডউইকেটে উড়িয়ে মারেন মুশফিকুর রহিম। বলটি বেশ দুর্দান্তভাবে লুফে নেন আবু হায়দার রনি। তবে ক্যাচটি আদৌ বৈধ ছিল কি না তা নিয়ে বিতর্কের শেষ নেই। যে কারণে খেলাও বন্ধ ছিল প্রায় দশ মিনিট। শেষ পর্যন্ত আউটের ঘোষণা দেন আম্পায়ার।

তবে আজ এক ফেসবুক পোস্টে সেই বিতর্কিত ক্যাচের ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ‘মা শা আল্লাহ’ জানিয়ে প্রতিক্রিয়া দেন মুশফিক। পাশে তিনটি স্যালুটের ইমোজিও জুড়ে দেন তিনি। ছবিতে লাল দাগ চিহ্নিত করে মুশফিক এটাই বোঝাতে চেয়েছেন যে, ক্যাচ নেওয়ার সময় রনির পা বাউন্ডারি লাইনের দড়িতে স্পর্শ করেছে। মুশফিকের পোস্টে কমেন্ট করে তারই সতীর্থ রুবেল হোসেন লিখেন, ‘খুবই দুঃখজনক ভাই। ‘

১০ রান করা মুশফিকের সেই আউটটি নিয়ে পরে ম্যাচশেষে প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ‘আম্পায়ারদের এখানে আসলে কিছু করার নেই। তারা নিয়ম অনুযায়ীই কাজ করেছেন। আমরা হতাশ ও অবাক হয়েছে প্রতিপক্ষের কাজে। ফিল্ডার দাঁড়ানোর সময় পা লেগেছে দড়িতে, তার বোঝার কথা। তাছাড়া ভিডিওতেও পরিষ্কার যে দড়ি সরে গেছে। খুবই বিস্ময়কর ব্যাপার যে, তারা (মোহামেডান) নিজেদের ভুল সিদ্ধান্তেই অটল ছিল। ‘

আবু হায়দার রনির ক্যাচ নিয়ে রনি তালুকদার বলেন, ‘সেটা তো রনিই (আবু হায়দার) ভালো জানে। কারণ, রনিই ক্যাচটা ধরেছে। রনির ওপরেই পুরোটা নির্ভর করবে। ও যেই সিদ্ধান্তটা দেবে সেটার ওপরেই…কারণ এখানে তো ওভাবে ক্যামেরা ছিল না। থার্ড আম্পায়ার যদি থাকত, তাহলে সেটা ভালোভাবে দেখতে পারত। এখন এটা খেলোয়াড়দের ওপরই যায়। ’

ম্যাচ রেফারি রকিবুল হাসান বলেন, ‘প্রিমিয়ার লিগের ম্যাচ বিসিবির চ্যানেলে যেটা টেলিকাস্ট হচ্ছে, এটা টেলিভিশন টেলিকাস্ট নয়। এসব ক্ষেত্রে ফিল্ডার কী বলছেন, সেটা শোনা হয়। ফিল্ডারের সঙ্গে কথা বলে আম্পায়ার যে সিদ্ধান্ত দেবেন, সেটাই চূড়ান্ত। ’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন