English

29 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৭৩ লাখ ৯ হাজার ৭৫০ জন

- Advertisements -

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৭৩ লাখ ৯ হাজার ৭৫০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ লাখ ৮৪ হাজার ২১৬ জন। নতুন করে প্রাণ গেছে ১৭ হাজার ৬৩১ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ২০ লাখ ৮৩ হাজার ৩২৬ জন মানুষ বা ৩%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৮৫২ জন বা ৯৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৮১১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৩১৭ জন বা ৯৯.৬% এবং গুরুতর অসুস্থ ১ লাখ ১২ হাজার ২৫৫ জন বা ০.৪%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪২৬ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ১৫ হাজার ৮৯৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৪ জনের। আক্রান্তের মতো সুস্থ হওয়ার দিক থেকেও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৭১৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে উঠে এসেছে। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ২৭৭ জন। মৃত্যু হয়েছে, ১৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ১১ হাজার ৭১৯ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ ৫২ হাজার ৯০৬ জনের। ভারতে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৬৫ হাজার ১৬৩ জন।

আক্রান্তে ৩য় অবস্থানে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৩৯ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ১২৬ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৮৯৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৩৮২ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৭৫ লাখ ৬৪ হাজার ৬২২ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে চতুর্থ অবস্থানে রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৩৩ হাজার ৯৫২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ হাজার ১৫২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৭ হাজার ২২০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৯৭ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ৩০ লাখ ২৭ হাজার ৩১৬ জন।

Advertisements

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৫ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ৯৩ হাজার ২৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ৩০৫ জন এবং মৃত্যু ১ হাজার ৮২০ জনের।সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৫১৯ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ২৯ লাখ ৬৫ হাজার ১১৭ জন। মারা গেছেন ৭১ হাজার ৬৫২ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৪২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ হাজার ৭৮৪ জন।মৃত্যু ৩১০ জনের।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ১৪ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৭১ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৩ হাজার ৬৮১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫২৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৯৩২ জন।

স্পেনে আক্রান্ত ২৪ লাখ ১২ হাজার ৩১৮ জন।মোট মৃত্যু ৫৪ হাজার ৬৩৭ জন আর সেরে উঠেছে ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজার ৫৭৬ জন, মৃত্যু ৪৬৪ জনের।

তুরস্কে মোট আক্রান্ত ২৪ লাখ ৬ হাজার ২১৬ জন। মোট মৃত্যু ২৪ হাজার ৪৮৭ জনের এবং সুস্থ হয়েছেন ২২ লাখ ৮৩ হাজার ৯১৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৪৩৬ জন এবং মৃত্যু ১৫৯ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ২০ লাখ ৯০ হাজার ১৬১ জন। মোট মৃত্যু ৫০ হাজার ২৯৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪১ হাজার ৮০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৫২৫ জন, মৃত্যু ১ হাজার ৫২ জনের।

কলোম্বিয়া মোট আক্রান্ত ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৯ জন। মারা গেছেন ৪৯ হাজার ৭৯২ জন এবং সুস্থ হয়েছেন ১৭ লাখ ৮৬ হাজার ১৭০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৭ হাজার ৯০৮ জন। মৃত্যু ৩৯০ জনের।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ১৮ লাখ ৩১ হাজার ৬৮১ জন। মারা গেছেন ৪৬ হাজার ২১৬ জন এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ১৩ হাজার ৭৭৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ১১২ জন এবং মৃত্যু ১৫০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্ত ১৬ লাখ ৬৮ হাজার ৩৯৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৮ হাজার ৮৯৪ জন। মোট মৃত্যু ১ লাখ ৪২ হাজার ৮৩২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১ হাজার ৫৮৪ জনের। এবং সুস্থ হয়েছেন ১২ লাখ ৫১ হাজার ৭৮২ জন।

পোল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৪৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ হাজার ১৪১ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২ লাখ ৭ হাজার ৩৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ৯১৯ জন এবং মৃত্যু ৪৪৩ জনের।

Advertisements

সাউথ আফ্রিকায় মোট আক্রান্ত ১৩ লাখ ৬৯ হাজার ৪২৬ জন।মোট মারা গেছেন ৩৮ হাজার ৮৫৪ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৭১০ জন,মৃত্যু ৫৬৬ জনের। সুস্থ হয়েছেন ১১ লাখ ৬০ হাজার ৪১২ জন।

ইরানে মোট আক্রান্ত ১৩ লাখ ৪৮ হাজার ৩১৬ জন। মোট মৃত্যু ৫৭ হাজার ৫৭ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৩৭ হাজার ৮১২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬ হাজার ১৮২ জন এবং মৃত্যু ৮৪ জনের।

ইউক্রেনে মোট আক্রান্ত ১১ লাখ ৭২ হাজার ৩৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৩৮৩ জন। মোট মৃত্যু ২১ হাজার ২৫৮ জনের, গত ২৪ ঘন্টায় মৃত্যু ২১২ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৪৯ জন।

পেরুতে মোট আক্রান্ত ১০ লাখ ৭৮ হাজার ৬৭৫ জন। মোট মৃত্যু ৩৯ হাজার ১৫৭ জন।আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৩ হাজার ৫০৯ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৪৬১ জন। মৃত্যু ১১৩ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৯ লাখ ৩৯ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ হাজার ৫৬৮ জন। মোট মৃত্যু ২৬ হাজার ৮৫৭ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৩ হাজার ৭০৩ জন।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৯ লাখ ২৭ হাজার ১১০ জন। মোট মৃত্যু ১৩ হাজার ২৪৮ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৫৩০ জন, মৃত্যু ৮৬ জনের।

এদিকে ৩০ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৫০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৫৬ জন , মৃত্যু ৮ জনের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন