দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪৭৯ জনে। মোট শনাক্ত ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২৩ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ২১ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২২৪ টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/21rt
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন