English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

৬ মাসেই বরখাস্ত কোচ বেনিতেস

- Advertisements -

কোচ রাফায়েল বেনিতেসকে বরখাস্ত করেছে এভারটন। গুডিসন পার্কে আসার ৬ মাসের মাথায় চাকরি হারালেন এই স্প্যানিশ কোচ।

এভারটন এক বিবৃতিতে জানায়, ‘এভারটন নিশ্চিত করছে, কোচ রাফায়েল বেনিতেস ক্লাব ছাড়ছেন।’

ক্লাব আরও জানায়, ‘২০২১ জুনে এভারটনে যোগ দেন বেনিতেস। তিনি তাৎক্ষণিক প্রভাবে ক্লাব ছাড়ছেন তিনি।’

দুর্বল পারফরম্যান্সের কারণে ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের মন জয় করতে পারেননি ৬১ বছর বয়সী কোচ। বেনিতেসের অধীনে গত ১১ ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে জিতেছে এভারটন।

তার মধ্যে শনিবার লিগে অবনমন অঞ্চলে থাকা নরউইচ সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে হারে টফিসরা। এই ম্যাচই হয়ে থাকল এভারটনের হয়ে বেনিতেসের শেষ ম্যাচ। ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চলতি প্রিমিয়ার লিগে ১৬তম স্থানে আছে লিভারপুলে অবস্থিত ক্লাবটি।

উল্লেখ্য, এভারটনে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছিলেন বেনিতেস। কিন্তু লিভারপুলের সাবেক এই কোচের অধীনে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/24fo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন