নাসিম রুমি: অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে ডিপজলের এক নারী ভক্তের স্বামী এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন।
এর আগে গত ৮ জুলাই একই বাদীর স্ত্রী ডিপজল ও ফয়সালের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে একটি মামলা করেছিলেন। সে মামলার তদন্ত এখনো চলমান অবস্থায় তার স্বামী নতুন এই মামলা দায়ের করেছেন।
নতুন মামলার অভিযোগে বলা হয়, প্রথম মামলার পর থেকেই ডিপজল ও তার সহযোগীরা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। ভয় পেয়ে বাদীর স্ত্রী দারুস সালাম থেকে যাত্রাবাড়ীতে চলে যান। পরে ৪ সেপ্টেম্বর ডিপজলের অনুসারী বলে পরিচিত ১০–১২ জন তাদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর, টাকা–পয়সা ও স্বর্ণালংকার লুট করে এবং তাদের মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ আছে।
এরপর ১ নভেম্বর বাদী যাত্রাবাড়ীর একটি হোটেলে খাবার খেতে গেলে দুজন লোক তাকে কথাবার্তার অজুহাতে শনির আখড়ার একটি ভবনে নিয়ে যায়। সেখানে ডিপজল ও ফয়সাল উপস্থিত ছিলেন বলে বাদী দাবি করেন। তাঁরা আগের দুটি মামলা তুলে নিতে চাপ দেন এবং রাজি না হওয়ায় বাদীকে মারধর করে হত্যার চেষ্টা করেন। ফয়সাল রড দিয়ে আঘাত করেন এবং ডিপজল তাঁর কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বাদী প্রাণভিক্ষা চেয়ে মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা নগদ ও বিকাশে থাকা সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে তার স্ত্রী এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বাদী অভিযোগ করেন, তিনি ৩ নভেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে পুলিশ সেটি নেয়নি। এরপর আদালতের আশ্রয় নিয়ে তিনি এ মামলা করেন।
বর্তমানে আদালতের নির্দেশে ঘটনাটির তদন্ত করছে পিবিআই।
