English

26.7 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

১৫ কোটির ক্ষতির মুখে মিকা সিং

- Advertisements -
কিছুদিন আগেই বন্ধুকে আট কোটি রুপির দুটি ফ্ল্যাট উপহার দিয়ে শিরোনামে এসেছিলেন মিকা সিং। তবে এবার ১৫ কোটির আর্থিক ক্ষতির মুখে গায়ক। জানা গেছে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন মিকা সিং। গলার সংক্রমণে আক্রান্ত জনপ্রিয় এই র‍্যাপার।
তাই আসন্ন মিউজিক্যাল বিশ্ব সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক।তবে এই সিদ্ধান্তে গুরুতর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মিকা সিং। জানা গেছে, প্রায় ১৫ কোটি রুপির আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাকে।সম্প্রতি বিশ্ব সফরে যাওয়ার কথা ছিল মিকা সিংয়ের।
বিশ্বব্যাপী কনসার্টের এক বিশাল চুক্তিও গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে বাতিল করতে হয় এই ট্যুর। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুসারে, মিকা সিং অসুস্থ হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই উদ্যোক্তাদের জানিয়ে দিতে হয় তিনি যথাসময় কনসার্ট করেতে পারবেন না।
সে কারণেই মোটা অঙ্কের ক্ষতির মুখ দেখতে হচ্ছে মিকা সিংকে। বিশ্ব সফরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, বালি, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শো করার কথা ছিল গায়কের।
তবে গায়কের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মিকা সিং এই ট্যুর একদম বাতিল করেননি। তিনি আপাতত ট্যুর পিছিয়ে দিয়েছেন। যা শিডিউল করা হয়েছে সম্ভাব্য আগামী বছর।

আর এই পরিবর্তনের জন্যই প্রায় ১৫ কোটি টাকা আর্থিক ক্ষতি বহন করতে হচ্ছে গায়ককে। তবে মিকা সিং জানিয়েছেন, তিনি চাইলেই এই শো করতে পারতেন। যেমন সাম্প্রতিককালে গায়কেরা সিডি বাজিয়ে কণ্ঠ মেলান। মঞ্চে কেবল ঠোঁট চালান। তিনি চাইলেই তেমনটা করতে পারতেন। তবে এমনটা সমর্থন করেন না মিকা। গায়ক বলেন, ‘আমি এমনটা করলে হয়তো এত দিনের নাম, সম্মান সব নষ্ট হয়ে যেত।’

বলিউডের শীর্ষস্থানীয় গায়ক মিকা সিং বছরে অন্তত একবার বিশ্বজুড়ে ট্যুর কনসার্ট করে থাকেন। দেশেও তার কনসার্টের সংখ্যা কম নয়। নিয়মিত কনসার্ট করেন এই গায়ক। ভারতের ধনী সংগীতশিল্পীর তালিকায় মিকা সিং অন্যতম। তবে এ বছর গলার সংক্রমণের কারণে তিনি কোনো রকম ঝুঁকি নিতে চান না। তাই বাতিল করলেন আসন্ন বিশ্ব ট্যুর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/27zt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

কী ভাবে সুস্থ আছেন অমিতাভ?

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন