English

20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
- Advertisement -

শুক্রবার মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করবে বিএনপি: হাফিজ

- Advertisements -

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি আগামীকাল শুক্রবার মিত্র রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্র দলগুলোর সঙ্গে বিএনপি আসন ভাগাভাগি করবে।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় মনোনীত ১০০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেজর হাফিজ।

তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে ২৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি ৩৬টি আসনের বিষয়ে আগামীকাল শুক্রবার অথবা পরশুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো বলেন, বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির ওপর জোর দিচ্ছে। জনআকাঙ্ক্ষা পূরণে প্রার্থীদের নির্বাচনী কৌশল ও দায়িত্ব সম্পর্কে শেখানো হচ্ছে।

মেজর হাফিজ উল্লেখ করেন, ধর্মভিত্তিক একটি দলসহ বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং এই কুৎসা রটনা মোকাবিলায় প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দলকে খাটো করে দেখা হচ্ছে না। বরং নির্বাচনের সময় কীভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, সে বিষয়ে প্রার্থীদের একটি তাত্ত্বিক কাঠামো দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির বিস্তারিত এবং প্রচারণা পরিচালনায় ভিজ্যুয়াল ও নন-ভিজ্যুয়াল মিডিয়া কনটেন্ট ব্যবহারের কৌশল প্রার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।

বিএনপি নেতা জানান, দলের মিডিয়া সেল চার থেকে পাঁচ মিনিটের ভিডিও রিল তৈরি করেছে এবং এসব কনটেন্ট ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচনী প্রচারণা ইতিবাচক রাখা এবং দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের যথাযথ জবাব দেওয়া।’

মেজর হাফিজ আরও বলেন, ‘একটি নির্বাচনী টিম বিভিন্ন কনটেন্ট প্রচার করছে যাতে জনগণ, বিশেষ করে প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ সহজে বিএনপির নীতিমালা বুঝতে পারে। সবাইকে এসব বিষয়ে ভিডিওর মাধ্যমে অবহিত করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, এসব নির্দেশনা বিএনপি প্রার্থীদের দেওয়া হচ্ছে যাতে সবাই একই বার্তা উপস্থাপন করতে পারে এবং দলের ঐক্য আরও সুদৃঢ় হয়।

মেজর হাফিজ বলেন, বিএনপি জনগণের ভোটে চারবার ক্ষমতায় এসেছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে দলটি আত্মবিশ্বাসী যে জনগণ আবারও বিএনপিকে বেছে নেবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/293g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন