English

29 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫
- Advertisement -

শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনের কমিটি গঠন করেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

- Advertisements -

মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্যে এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে কমিটি গঠন করেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। একইসঙ্গে আধুনিক পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আন্তরিকতা এবং ফলাফলে ধারাবাহিক উৎকর্ষ সহ সবমিলিয়ে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপনে আরও একধাপ এগিয়ে যেতে চায়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে প্রভাতি শাখার শিক্ষক মিলনায়তনে এ সিদ্ধান্ত গ্রহণ করে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

রাজধানীর ডেমরার পাড়া ডগাইর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। আসন্ন শিক্ষা সপ্তাহকে সামনে রেখে ২০২৫ শিক্ষাবর্ষের অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষা শেষে একাডেমিক ও লিখিত মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করার লক্ষ্যে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দিবা, প্রভাতি ও ইংলিশ ভার্সন শাখার সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শ্রেণি শিক্ষকবৃন্দ ও মনোনীত শিক্ষক প্রতিনিধিবৃন্দ। এ সময় অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা’র জানান, অর্ধ বার্ষিক, বার্ষিক পরীক্ষায় একাডেমিক মূল্যায়ন ও সরকারি বিধি মোতাবেক বিভিন্ন সহ শিক্ষা কার্যক্রমে অসাধারণ পারফরম্যান্স এবং লিখিত মূল্যায়ন এর মাধ্যমে প্রভাতী দিবা ও ইংলিশ ভার্সনের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণীতে একজন করে প্রভাতী শাখায় পাঁচজন, দিবা শাখায় পাঁচজন এবং ইংলিশ ভার্সনে পাঁচজন করে মোট ১৫ জন শিক্ষার্থী কে প্রতি শ্রেণির টপ টেন শিক্ষার্থীদের মধ্য থেকে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হবে। এজন্য গঠিত কমিটিতে দিবা, প্রভাতি ও ইংলিশ ভার্সনের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন, যাদের মধ্যে গণিত, বিজ্ঞান, ইতিহাস-সাধারণ জ্ঞান ও আইসিটি বিষয়ে দক্ষ শিক্ষকরাও রয়েছেন।

নির্বাচন কমিটির সদস্য সচিব করা হয় দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, যুগ্ম সদস্য সচিব ও অন্যান্য শিক্ষক সদস্যবৃন্দ, যাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। সভায় আরও জানানো হয়, নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীরা পাবে ক্রেস্ট, সনদ, ব্যাজ, শিক্ষা বৃত্তি (এককালীন ১০,০০০ টাকা, এক বছরের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ) এবং ঢাকা-কক্সবাজার ঢাকা শিক্ষা ভ্রমণের সুযোগ। শেষে অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান মোল্লা নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং কমিটির সকল সদস্যকে সম্মিলিতভাবে এ কার্যক্রম সফল করার উদাত্ত আহ্বান জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2fjk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন