English

27.4 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
- Advertisement -

১৯ মাস পর দেখা হলো রাজা চার্লস ও প্রিন্স হ্যারির

- Advertisements -

১৯ মাস পর ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রিন্স হ্যারি।গতকাল বুধবার লন্ডনে ক্লারেন্স হাউসে তার বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে হ্যারির পুনর্মিলনের আহ্বান জানানোর পর প্রায় ১৯ মাসের দূরত্বের অবসান ঘটিয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাজপরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ২০২০ সালে রাজপরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী হ্যারি রাজার সঙ্গে একান্ত চায়ের জন্য দেখা করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর এটি তাদের প্রথম সাক্ষাৎ।

রাজা লন্ডনের বাসভবনে ফেরার পরপরই হ্যারিকে কালো গাড়িতে প্রবেশ করতে দেখা যায়। ক্লারেন্স হাউসে প্রবেশের এক ঘণ্টারও কম সময় পর হ্যারির গাড়ি বের হয়ে যান। পরে তিনি ইনভিক্টাস গেমস ফাউন্ডেশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

বাকিংহাম প্যালেস থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সংক্ষিপ্ত এই বৈঠকের মধ্য দিয়ে মাসব্যাপী জল্পনার অবসান ঘটল, বুধবার রাজা স্কটল্যান্ড থেকে লন্ডনে ফেরার পর যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। রাজা বৃহস্পতিবার পুনরায় স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে ফিরে যাবেন।

গত বছর ক্যানসারের ঘোষণা দেওয়ার পর হ্যারি দ্রুত যুক্তরাজ্যে ফিরে আসেন। তখনও তাদের দেখা হয় ক্লারেন্স হাউসে। যা ৪৫ মিনিটেরও কম স্থায়ী ছিল। পরদিনই হ্যারি ক্যালিফোর্নিয়ায় ফেরেন। মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি জানান, চলমান একাধিক মামলা ও রাজপরিবারকে নিয়ে তার প্রকাশ্য অভিযোগের কারণে তারা কোনো যোগাযোগ রাখছেন না।

তবে তিনি আশা প্রকাশ করেন যে, তাদের পুনর্মিলন হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2h7t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন