English

28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
- Advertisement -

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

- Advertisements -

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৮৭২ জনে। নতুন শনাক্তের ৬৬ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭৪৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৬৯২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন। দৈনিক শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১১৪১৭ জন এবং এখন পর্যন্ত ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ  স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৭৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৪৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২১ পুরুষ এবং ১৩ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৪৩৫ জন এবং নারী ১০ হাজার ৪৩৭ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন, ১১  থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ঢাকায় ২১ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহী ১ জন,  খুলনা ২ জন, বরিশার ৪ জন, সিলেট ২ জন, রংপুর ২ জন রয়েছেন। মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৮ জন সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ৬ জন মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৩১১৬ জন। যা একদিনে মোট শনাক্তের ৬৫ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায়  ঢাকা বিভাগে রয়েছেন ৩৪৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮৯ জন, রাজশাহী বিভাগে ২১৬ জন, রংপুর বিভাগে ১৪৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, বরিশাল বিভাগে ১০৬ জন এবং সিলেট বিভাগে ১০০ জন শনাক্ত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2hn1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন