English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
- Advertisement -

জয়পুরহাটে দুর্বৃত্তদের টিউবওয়েলের হ্যান্ডেলের আঘাতে নিহত ১, গুরুতর আহত ১

- Advertisements -

নুর ই আলম হোসেন: জয়পুরহাট সদর থানার চকবরকত ইউনিয়নের চিরলা সরদারপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় তার চাচাতো বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিবিড় চিকিৎসায় রয়েছেন।

নিহত নুরনাহার বেগম (৪৫) স্থানীয় আব্দুল গফুরের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত নুরনাহারের ঘরে ঢুকে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

একই কক্ষে থাকা তার চাচাতো বোন মোছাঃ খাদিজা (১৬), পিতা মো. আব্দুল মতিন কেও দুর্বৃত্তরা একইভাবে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অচেতন হয়ে পড়েন।

রাত প্রায় ৪টার দিকে খাদিজাকে গুরুতর অবস্থায় জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2mjp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন