English

27.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
- Advertisement -

বালুবাহী ট্রাকে হেলপারের ধাক্কা, ড্রাইভার নিহত

- Advertisements -

গোলাম রব্বানী শিপন: বগুড়ার মহাস্থানে থেকে থাকা বালুবাহী ট্রাকে হেলপার দিল ধাক্কা। এতে ঘটনাস্থলেই ভিতরে আটকা পড়ে ড্রাইভারের মৃত্যু হয়েছে। নিহত ড্রাইভারের নাম মনির হোসেন (২৮)। সে পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের পুত্র। আহত হেলপার একই এলাকার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র লায়ন মিয়া (২৫)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দশ চাকা বিশিষ্ট বালুবাহী ট্রাক বগুড়ার উদ্দেশ্যে আসার পথে মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা নামক স্থানে (ঢাকা-রংপুর) মহাসড়কে যান্ত্রিক ত্রুটিতে একটি বালুবাহী ট্রাক বিকল হয়ে থেকে ছিল। এসময় গুড়িগুড়িও বৃষ্টি হচ্ছিল। পরে থেকে থাকা ট্রাকে পিছন দিক থেকে এসে একই মুখী অপর একটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার তখন ক্যাবিনে ঘুমাচ্ছিল। আর হেলপার গাড়ীটি চালাচ্ছিল।

দুর্ঘটনার পরপরই চালককে স্টিয়ারিংয়ের আসন থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঘুমন্ত চালককে বের করা সম্ভব হয়নি। পরে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য উদ্ধারের অভিযান চালান। এ দুর্ঘটনার কারন হিসেবে স্থানীয়দের ধারনা, অদক্ষ হেলপার চোখে ঘুম নিয়ে চালানোর ফলে এ সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। মরদেহ উদ্ধার করে স্বজনদের মাঝে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সড়ক দুর্ঘটনার সঠিক কারন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি যোগ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2rg2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন