ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে ভিয়েতনামের কোয়াং ত্রি প্রদেশে ভূমিধসে ১১ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরপর ৪ থেকে ৫টি ভূমিধসে ভিয়েতনামের সেনাবাহিনীর ৪র্থ ব্যারাক চাপা পড়ে। এ ঘটনায় বেশকিছু সেনা নিখোঁজ হয়। পরে ১১ সেনার মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে দুইজন জেনারেল এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা রয়েছেন। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে।
ভিয়েতনামে ভারি বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এ বছরের বন্যা দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গেল এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে ৭০ জন নিহত হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কারণে বন্যার পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2rvi
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন