‘নাসিম রুমি: চঞ্চল চৌধুরী এখন ব্যস্ত সময় পার করছেন তিনটি নতুন সিনেমা নিয়ে। সিনেমাগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ এবং লিসা গাজীর ‘শাস্তি’। এর মধ্যে ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর দৃশ্যধারণের কাজ অনেকটাই শেষ পর্যায়ে। শিগগিরই শুরু হবে ‘শাস্তি’ সিনেমার শুটিং।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত হতে যাওয়া সিনেমাটিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে থাকছেন পরীমনি। এ প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘পরীমনি অভিনেত্রী হিসেবে ভালো। গিয়াসউদ্দিন সেলিমের “স্বপ্নজাল” ও “গুণিন” সিনেমায় তিনি দারুণ অভিনয় করেছেন। পর্দায় তাকে বেশ সুন্দর লাগে, দর্শকরা মোহিত হন।’ তিনি আরও বলেন, ‘পরীমনির জন্য ভালো মানের কাজ দরকার। ভালো নির্মাতার সিনেমা পেলে তিনি আরও ভালো করবেন।’
রেদওয়ান রনির ‘দম’ সিনেমাটির শুটিং হয়েছে কাজাখস্তান ও পাবনার একটি গ্রামে। এতে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরিসহ আরও অনেকে। চঞ্চল বলেন, ‘দম সিনেমার গল্পটা ভীষণ সংগ্রামের। আফরান নিশো অসাধারণ অভিনয় করেছেন। প্রত্যেকে যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছেন।’
‘দম’ নিয়ে তিনি বলেন, এই সিনেমায় পেশাদার টিম ছিল। বাংলাদেশ ও কাজাখস্তান মিলিয়ে টেকনিক্যাল কাজ করেছে। এমন একটি গল্পে অভিনয় করে দারুণ ভালো লাগা ও তৃপ্তি কাজ করেছে।
কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘মাইনাস ২ বা ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে কখনো শুটিং করিনি। প্রচণ্ড শীতের মধ্যে কাজ করতে গিয়ে পুরো টিমকে অনেক কষ্ট করতে হয়েছে। সব দৃশ্যে তো আর শীতের কাপড় পরা যেত না। একটা করে দৃশ্য শেষ করেই গাড়িতে এসে বসতাম, যেখানে হিটার থাকত। এত কষ্টের পর এমন একটি গল্পে অভিনয় করে দারুণ ভালো লাগা ও তৃপ্তি কাজ করেছে।’
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তানিম নূর নির্মাণ করছেন ‘বনলতা এক্সপ্রেস’। এই সিনেমার বেশির ভাগ দৃশ্যের শুটিং হয়েছে ট্রেনের ভেতরে। চঞ্চল বলেন, ‘হুমায়ূন আহমেদের গল্প চুম্বকের মতো টানে। তিনি তো গল্পের জাদুকর। তার উপন্যাস থেকে দারুণ একটি চিত্রনাট্য করা হয়েছে। বিশাল টিম নিয়ে শুটিং হয়েছে। ট্রেন এবং হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছে। মূলত এটি একটি যাত্রাপথের গল্প।’
‘বনলতা এক্সপ্রেস’-এ নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এই সিনেমায় প্রত্যেকের চরিত্রের গুরুত্ব রয়েছে। আসলে গল্পটাই এখানে নায়ক।’ সিনেমায় মোশাররফ করিম ও বাঁধনসহ একঝাঁক শিল্পী অভিনয় করেছেন।
এ ছাড়া রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিংও শেষ করেছেন চঞ্চল চৌধুরী। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা সম্পর্কে তিনি বলেন, ‘আন্ধার সিনেমায় নতুন একটি চরিত্রে কাজ করেছি। এটিও একটি ভালো কাজ হতে যাচ্ছে।
