আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার (৫ মার্চ) ভোর ৬টা পর্যন্ত সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে। আজ দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদ্মা সেতু রেল সংযোগ কাজের সুবিধার জন্য লেভেল ক্রসিং সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে মধ্য রাত থেকে সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে সড়ক যান চলাচলের জন্য বন্ধ থাকবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/31uq