নাসিম রুমি: দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় সুপারস্টার রাম চরণ এবং আল্লু অর্জুন শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তারা কাজিন। ছোটবেলা থেকে হায়দরাবাদের একই ছাদের নিচে বেড়ে ওঠা এই দুই তারকার মধ্যে গত প্রায় দুই দশক ধরে কোনো কথা নেই। তাদের এই দীর্ঘ নীরবতার পেছনের কারণ হিসেবে উঠে এসেছে এক সময়ের জনপ্রিয় নায়িকা নেহা শর্মার নাম।
২০০৭ সালে রাম চরণের অভিষেক চলচ্চিত্র ‘চিরুথা’-এর শুটিং চলাকালীন সময়ে এই দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আল্লু অর্জুন সে সময় নেহা শর্মার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন এবং তাকে জীবনসঙ্গিনী হিসেবেও ভাবতে শুরু করেছিলেন। নেহা তখন দক্ষিণী সিনেমায় নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন এবং পরে তিনি বলিউডেও ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ ছবিতে অভিনয় করেন।
তবে ‘চিরুথা’ ছবির শুটিং চলাকালীনই রাম চরণ এবং নেহা শর্মার মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই সময় এমনও গুজব ছিল যে তারা নাকি গোপনে বিয়ে করে মধুচন্দ্রিমায় চলে গেছেন। এই ঘটনা আল্লু অর্জুনের জন্য এক বড় ধাক্কা ছিল।
তিনি মেনে নিতে পারেননি যে তার ভালোবাসার মানুষ, তার ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এর ফলেই আল্লু নেহার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন এবং রাম চরণের সঙ্গেও কথা বলা বন্ধ করে দেন। সেই থেকেই এই দুই তারকার মধ্যে দূরত্ব তৈরি হয় যা আজও অব্যাহত।