English

34.3 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

বৈশ্বিক পরিস্থিতি নিয়ে যে ‘ভয়-আতঙ্কের’ কথা জানালেন অস্কারজয়ী অভিনেত্রী

- Advertisements -

সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, গাজায় যা ঘটছে, তা গণহত্যার চেয়ে কম কিছু নয়।’

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্পেনের সান সেবাস্তিয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা বারবার তাকে গাজা যুদ্ধ নিয়ে প্রশ্ন করেন। উৎসব আয়োজকেরা প্রশ্ন থামানোর চেষ্টা করলেও লরেন্স শেষ পর্যন্ত নিজের অবস্থান জানাতে পিছপা হননি।

লরেন্স তার নতুন ছবি ‘ডাই মাই লাভ’-এর প্রদর্শনী আর মর্যাদাপূর্ণ ‘দোনস্তিয়া অ্যাওয়ার্ড’ নিতে উৎসবে এসেছেন লরেন্স। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনেই তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি। এটি ভয়ংকর, যা ঘটছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একেবারেই গণহত্যা। আমি আমার সন্তানদের জন্য আতঙ্কিত, আমাদের সবার সন্তানের জন্য।’

একই সঙ্গে, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও তাকে হতাশ করেছে’ বলেও জানান এই অভিনেত্রী।

তার মতে, এখনকার তরুণ ভোটাররা এমন এক বাস্তবতায় বড় হচ্ছে, যেখানে রাজনীতিতে সততা নেই, নেতারা মিথ্যা বলেন আর সহানুভূতির কোনো স্থান নেই। ‘মানুষকে মনে রাখতে হবে, পৃথিবীর এক প্রান্তে যা ঘটছে, আপনি যদি তা উপেক্ষা করেন, খুব শিগগির তা আপনার দিকেও আসবে’, বলে সতর্ক করেন লরেন্স।

সংবাদ সম্মেলনে লরেন্স স্পষ্ট করে দেন, বিশ্বের জটিল রাজনৈতিক সমস্যার সমাধান শিল্পীদের কাছ থেকে প্রত্যাশা করা উচিত নয়। তার ভাষ্যে, ‘আমার কথা যেন আবার রাজনৈতিক হাতিয়ার হয়ে না যায়। প্রকৃত দায়ভার যাদের, সেটা যেন তাদের ওপরই থাকে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3jzm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন