English

26.7 C
Dhaka
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
- Advertisement -

অভিনেত্রী ৩ বোনের প্রেম একই হিরোর সঙ্গে

- Advertisements -

টালিউডের একই পরিবারের তিন বোন তিনজনেই অভিনেত্রী এবং সবাই জনপ্রিয়। নাম-অর্থ ও খ্যাতি অর্জন করেছেন এই তিন বোন। আবার রোম্যান্সও করেছেন একই হিরোর সঙ্গে। একমাত্র টালিউড অভিনেতা যিনি একই পরিবারের বোনদের সঙ্গে প্রেম জমিয়ে দিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক— কে সেই টালি হিরো এবং তিন বোন কারা? হ্যাঁ, সবাইকেই আপনি ভালোভাবে চেনেন এবং জানেন। বলুন তো কারা চারজন?

টালিউডের এই সুন্দরী তিন বোনের মধ্যে একজন হচ্ছেন অভিনেত্রী নাগমা। একসময় এই অভিনেত্রী ছিলেন টপ নায়িকাদের মধ্যে একজন৷ বিশেষ করে নাগমা তার সৌন্দর্য ও অভিনয় দিয়ে দর্শকদের মোহিত করেছিলেন। নাগমা তারকা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। এরপর তিনি সিনেমার জগৎ থেকে অবসর নেন।

নাগমার বোন জ্যোতিকাও ছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী৷ জ্যোতিকাও ছিলেন নায়িকা। তার অনন্য অভিনয় ও চরিত্র নির্বাচনের মাধ্যমে ভক্তদের মনে আলাদা স্থান করে নিয়েছিলেন তিনি। জ্যোতিকা তামিল ও তেলেগু ভাষার সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

এ ছাড়া নাগমার আরেক বোন রোশিনীও সিনেমায় অভিনয় করেছেন। এখানে বিশেষত্ব হলো— এই তিন বোনের সঙ্গেই অভিনয় করেছেন কেবল একজন তারকা নায়ক। তিনি অত্যন্ত জনপ্রিয়। তবে জ্যোতিকা ছাড়া বাকি দুজন সিনেমা জগৎ থেকে অনেক দূরে চলে গেছেন। কিন্তু এই নায়ক এখনো অভিনয় করছেন এবং হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন৷

আপনি জানেন কি, কে সেই টালি হিরো? তিনি আর কেউ নন— মেগাস্টার চিরঞ্জীবী। হ্যাঁ, এই তিন বোনের সঙ্গে টালিউড স্টার চিরঞ্জীবীর অনস্ক্রিন চুটিয়ে প্রেম করেছেন।

নাগমার সঙ্গে চিরঞ্জবী খরানা মোগুডু, রিক্সাভোদু ও মুরু মোনাগাল্লু সিনেমায় অভিনয় করেছিলেন। তিনি জ্যোতিকার সঙ্গে ‘ঠাকুর’ সিনেমায় অভিনয় করেছিলেন। মেগাস্টার চিরঞ্জীবী রোশিনীর সঙ্গে “মাস্টার” সিনেমা অভিনয় করেছেন। চিরঞ্জীবী তিন বোনের সঙ্গেই অভিনয় করেছেন।

একসময় বিশাল হিট সিনেমা উপহার দেওয়া চিরঞ্জীবী সম্প্রতি কিছু ফ্লপ সিনেমা দিয়েছেন। বর্তমানে তিনি ‘বিশ্বম্ভর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। পরিচালক বশিষ্ঠ পরিচালিত এ সিনেমাটি ভক্তদের মধ্যে প্রত্যাশা তৈরি করেছে।

বলা হচ্ছে, যে সিনেমার গুরুত্বপূর্ণ পর্বে একটি বড় লড়াইয়ের দৃশ্য দেখানো হবে, যেখানে চিরঞ্জীবী একসঙ্গে ছয়জনের সঙ্গে ফাইট করবেন। এটি উল্লেখযোগ্য যে, এই দৃশ্যটি অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তির সাহায্যে ব্যাপকভাবে শুট করা হচ্ছে।

এই সিনেমায় ত্রিশা প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। এমএম সংগীত রচনা করছেন কিরাভানি। এ ছবিটি বিশাল বাজেটে ইউভি ক্রিয়েশনস দ্বারা প্রযোজনা করা হচ্ছে। প্রায় ২০০ কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি নিয়ে ভক্ত ও চিরঞ্জীবী খুবই আত্মবিশ্বাসী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3m4l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন