English

30 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
- Advertisement -

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবো— সারজিসের হুঁশিয়ারি

- Advertisements -

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটি দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের অধীনে এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

একই সঙ্গে, এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এসব কথা বলেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের দেওয়া বক্তব্য প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, আমরা অনেক আইনজ্ঞদের সঙ্গে কথা বলে জেনেছি এনসিপিকে শাপলা প্রতীক দিতে কোনো বাধা নেই। এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই। আমরা যখন রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছিলাম, তখনই আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম। বিগত কয়েক মাসে কেন তারা তাদের মার্কার তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করেন নাই।

তিনি বলেন, আমরা শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেব। এতে যদি তারা আমাদের সঙ্গে অন্যায় করে, তাহলে আমরা তা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।

জুলাই সনদ সম্পর্কে সারজিস আলম বলেন, জুলাই সনদ যদি জুলাই ঘোষণাপত্রের মতো নামকাওয়াস্তে একটি পেপার হয়, ওই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই।

এর আগে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমন্বয়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সারজিস আলম।

এনসিপি দিনাজপুর জেলার প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য আহনায়ক ডা. আব্দুল আহাদসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার নেতা-কর্মীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3spz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন