আজকের আরজে মাহভাশ হওয়ার পেছনে গল্প বেশ কঠিন। সংযুক্ত আরব আমিরাতে ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫’ পুরস্কার পাওয়ার পর সেটিই বলেছেন মাহভাশ। দারুণ কাজের প্রশংসা করেছেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহালও।
ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে মাহভাশ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সেখানে আবেগঘণ এক বার্তাও দিয়েছেন, ‘উদ্দেশ্য পরিষ্কার, গন্তব্য সহজ। আমি যে সব জিনিসের জন্য কঠোর পরিশ্রম করেছি এবং যেগুলি কাজ করেনি, সেগুলির জন্যও খুব গর্বিত। যাতে আরও ভাল জিনিস ঘটতে পারে। শুধু একটা জিনিস মনে রাখবেন, স্রষ্টা সাহায্য করেন। আজ হোক বা কাল, আপনার উদ্দেশ্য পূরণ করবেন। তাই উদ্দেশ্য পরিষ্কার হওয়া দরকার, তাহলেই গন্তব্য সহজ হয়।’
মাহভাশের ওই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। তবে আলাদা করে নজর কেড়েছে চাহালের একটি কমেন্ট। পোস্টে তারকা স্পিনার অভিনন্দন জানানোর পাশাপাশি দুটি ইমোজি যুক্ত করেছেন। যার একটির মানে হাততালি। অন্যটি, বাজে দৃষ্টি এড়িয়ে দারুণ কিছু করা বোঝায়।
২০২০ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন যুবি ও ধনশ্রী। মাসকয়েক আগেই থেমে গেছে চাহাল ও ধনশ্রী ভার্মার গল্প। সম্পর্কের টানাপোড়েন অল্প দিনের নয়। চলছিল তিনবছর যাবৎ। কখনও কাঁদা ছোড়াছুড়ি, কখনও বিচ্ছ্বেদের আলাপ, একা থাকা কিংবা নতুন কাউকে খোঁজা—সব মিলিয়ে পরিণতি এসেও গেছে।
এখন মাহভাশের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ভারতের তারকা স্পিনার চাহাল। যদিও কেউ এখনও খোলাখুলিভাবে কিছু বলেননি।