র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) বা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য পরিচয়ে টিকটক করে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম রাজ ওরফে রাকিব। রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
আজ সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে র্যাব ও বিজিবির ইউনিফর্ম পরে টিকটক ব্যবহার করে প্রতারণা, নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিবকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3v0i
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন