English

26.2 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

দোকানে থাকা ম্যানিকুইনের ‘শিরশ্ছেদ’ করছে তালেবান

- Advertisements -

দোকানে থাকা ম্যানিকুইনের শিরশ্ছেদ করছে তালেবান। সংগঠনটি বলছে, কাপড়ের দোকানে রাখা এই ম্যানিকুইন ইসলাম অনুমোদন করে না। হেরাত প্রদেশের কাপড় বিক্রেতাদের এরইমধ্যে নির্দেশ দেয়া হয়েছে যাতে তারা দোকানে থাকা ম্যানিকুইনের মাথা আলাদা করে ফেলে। এগুলোকে ‘মূর্তি’ বলেও চিহ্নিত করছে তারা। ইসলামে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা পুরোপুরি নিষিদ্ধ।

প্রথমে তালেবান সব ধরণের ম্যানিকুইন রাখা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে এতে আপত্তি জানায় দোকান মালিকরা। তাদের দাবি, এমনিতেই দেশে ব্যবসার খারাপ সময় চলছে।

এরমধ্যে ম্যানিকুইন সরিয়ে ফেললে তাদের আর চলার উপায় থাকবে না। এরপরই শুধু মাথা কেটে ফেলার নির্দেশ জারি করে তালেবান। কিন্তু এটিও মেনে নিচ্ছে না ব্যবসায়ীরা। তারা আপাতত এগুলোকে ঢেকে রাখার পক্ষে। ব্যবসায়ীদের একজন মোহাম্মদ ইউসুফ জানান, একেকটি ম্যানিকুইনের দাম ১০০ ডলার প্রায়। এগুলোর মাথা কেটে ফেলা হবে বিশাল অর্থনৈতিক ক্ষতি। তালেবান একদমই পরিবর্তন হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/41y3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন