English

27.3 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

মেসির আচরণে হতাশ ব্রাজিলের সাবেক ফুটবলার

- Advertisements -

অনুমতি ছাড়া সপরিবারে সৌদি আরবে গিয়েছিলেন লিওনেল মেসি। আর তাই মেসিকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ফরাসি ক্লাব পিএসজি। সেইসঙ্গে কোন আর্থিক সুবিধাও পাবেন না বিশ্বকাপজয়ী এই ফুটবলার। নিষিদ্ধ হওয়ার পর এক ভিডিও বার্তায় ক্ষমা চান মেসি। তবে মেসির এমন আচরণে হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রিভালদো।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে’র সঙ্গে এক সাক্ষাৎকারে রিভালদো বলেন, ‘বর্তমান ক্লাবের (পিএসজি) প্রতি মেসির এমন অসম্মানজনক আচরণ আমাকে মনঃক্ষুণ্ন করেছে। এটা তার ক্যারিয়ারের সঙ্গে বেমানান। শৃঙ্খলার প্রশ্নে তার ক্যারিয়ার এমনিতে পরিষ্কার।’

পিএসজি ছাড়ার জন্য এমন আচরণ না করে মেসি বিষয়টি অন্যভাবেও সামাল দিতে পারতেন বলে মনে করেন রিভালদো। তিনি আরও বলেন, ‘নিশ্চিত করেই সে অন্য কিছু করতে পারত। বিকল্প ছিল আরও। ক্লাবের সঙ্গে কথা বলা, সৌদি আরবের নেতাদের প্যারিসে আসতে দেওয়া কিংবা এসব অভ্যন্তরীণ সমস্যা তৈরি না করেই মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি ইতি টানতে পারত। একইসঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারত মেসি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/43lu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন