চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিয়ার ঘাটা এলাকার পশ্চিম গহিরা ইউনুস সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এস. কে. তারেক (২৭) রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রইস কাজীর বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে।
আহত দুইজন হলেন, রনি সিকদার (সিকদার বাড়ি) এবং জাবেদ বিন আব্দুল্লা আল জনি (২৭)। তারা বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী আশিকুর রহমান ফয়েজ জানান, মোটরসাইকেলে তারা তিনজন রাউজান সদরের দিকে যাচ্ছিলেন। একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে এবং ল্যাম্পপোস্টে আঘাত লেগে তারেকের মৃত্যু হয়।
রাউজান পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল জানান, নিহত ও আহতরা স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। দুর্ঘটনার পর তাদের প্রথমে হাটহাজারী আলিফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
তিনি জানান, নিহত তারেক এবং আহত জনি ছাত্রদলের কর্মী ও রনি সিকদার সেচ্ছাসেবক দলের কর্মী।
রাউজান হাইওয়ে থানার উপপরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, এই দুর্ঘটনার কোনো খবর পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
