জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ঝরে পড়ার হার উল্যেখযোগ্যভাবে কমাতে সক্ষম হওয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯, শ্রেষ্ঠ শিক্ষক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল মেনেজিং কমিটি, শ্রীমঙ্গল উপজেলার দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়’কে শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার(৩ ডিসেম্বর)জেলা পরিষদ অডিটোরিয়াম শ্রীমঙ্গলে সম্মাননা প্রদান উপলক্ষে শ্রীমঙ্গল টিচার্স কালচারাল ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নেছার উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী,৩নং শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়,এস এম জাকিরুল হাসান শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,জহর তরফদার সভাপতি শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতি,সুবিনয় পাল প্রধান শিক্ষক দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও মেনেজিং কমিটির প্রতিনিধিরা।
প্রধান অতিথি মোঃ মোসলেম উদ্দিন বলেন জাতীয় শিক্ষা পদক ২১টির মধ্যে ২টি শ্রীমঙ্গল উপজলাতে এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/43wz
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন