বিনোদন দুনিয়ায় যেন খরা চলেছে! গত কয়েক বছর ধরেই লাভের অঙ্কের হিসাবে হোক বা ভাল নির্মাণের নিরিখে— সমালোচনা শুরু হয়েছে মূলধারার ছবি নিয়ে। বলিউডের ছবিতে নতুনত্ব নেই, এমনই দাবি করেছেন অনেক তারকা।
আবার তারকাদের বিরাট অঙ্কের পারিশ্রমিকের তুলনায় ছবির বাণিজ্য কম, উঠে এসেছে এমন পরিসংখ্যানও। এরই মধ্যে ধীরে ধীরে গোটা ভারতের বিনোদন বাজারে জেঁকে বসছে মালয়ালম ছবি। গত কয়েক বছরে একের পর এক ভাল কাহিনি নির্ভর ছবি তৈরি হয়েছে দক্ষিণে, এমনই দাবি দর্শক-সমালোচকের।
এ বার সেই প্রসঙ্গ টেনেই নিজের মুগ্ধতার কথা জানালেন জন আব্রাহাম। সম্প্রতি এক আলোচনাসভায় যোগ দিয়ে জন জানান, তিনি দক্ষিণী ছবির ভক্ত। নিজেও ওই ধরনের ভাবনা থেকে ছবি বানাতে চান।
কথা প্রসঙ্গে অভিনেতা-প্রযোজক জানান, তিনি বহু বছর ধরে মোহনলাল বা মামুট্টির মতো দক্ষিণী অভিনেতার ভক্ত। সেখানেই উঠে আসে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কথল- দ্য কোর’ ছবির কথা। এ ছবিতে এক সমকামী রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেন মামুট্টি।
জন বলেন, “মালয়ালম চলচ্চিত্র জগৎ খুবই সাহসী। আমার তো মনে হয় এই সময় সারা দেশের সেরা ছবিগুলি মালয়ালম ইন্ডাস্ট্রি থেকেই আসছে। দেখুন, মামুট্টি একটি ছবিতে রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন, এবং সেই রাজনীতিবিদ সমকামী। এরকম একটি চরিত্রে একজন সুপারস্টারের অভিনয় করা সত্যিই সাহসিকতার পরিচায়ক।”
জন জানান, তিনি মালয়ালম ছবির প্রতি আগ্রহী। আরও বেশি ছবি করতে চান ওই জগতে। বলেন, “আমি যদি আপনাদের ভাবনাচিন্তা ধার করতে পারতাম, তা হলে কেরলে একটি ‘রাইটার্স রুম’ খুলতাম। সেখানে নানা ধরনের গল্প তৈরি হত, তা থেকে ছবি তৈরি হত সারা দেশের জন্য বা শুধু মালয়ালিতেই। আমি মালয়ালম ছবি প্রযোজনা করতে আগ্রহী, এটাই সঠিক সময়। কিন্তু অন্য ভাষার ছবিও প্রযোজনা করতে চাই।”