নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে এক বর্ণিল র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নুর ই আলম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিপুল কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সিভিল সার্জন জনাব মোঃ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সভাপতি চেম্বার অব কমার্স জয়পুরহাট, এবং বিআরটিএ’র ইন্সপেক্টর জনাব রামকৃষ্ণ পোদ্দার বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্মানীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোঃ গোলজার হোসেন, জনাব মোঃ মাহবুব হাফিজ, জনাব মোঃ হাসিবুল আলম লিটন, এনসিপি নেতা ও জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়ক জনাব ওমর আলী বাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক জনাব মোঃ মিনহাজুল ইসলাম মানিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও জেলা কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখা।
এ আয়োজনে বক্তারা নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং নবগঠিত কমিটির সদস্যদের শুভকামনা জানান।