English

27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
- Advertisement -

১৪০ কোটির ‘থাম্মা’র ৬ দিনে আয় ১৩৭ কোটি!

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার বলিউডেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীপাবলিতে মুক্তি পাওয়া তার হরর–কমেডি সিনেমা ‘থাম্মা’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে সফলতা দেখিয়েছে।

সাম্প্রতিক বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির ৬ দিনে ভারতের নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৮১.২৯ কোটি রুপী। বিশ্বব্যাপীসহ মোট আয় হয়েছে প্রায় ১০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭ কোটি টাকা। দর্শকরা সিনেমার হরর–কমেডি মিশ্রণ, রোম্যান্স এবং অ্যাকশন উপভোগ করেছেন।

‘থাম্মা’ ম্যাডক ফিল্মসের হরর–কমেডি ইউনিভার্সের অংশ। ১৪০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ৫৯ সেকেন্ড। আয়ুষ্মান খুরানা এতে অভিনয় করেছেন ‘বেতাল’ চরিত্রে, যা ভারতীয় লোককথার একটি প্রেতাত্মা। তিনি বলেন, “এ সিনেমা আমার প্রথম প্রকৃত ফ্যান্টাসি প্রকল্প। এখানে হরর, কমেডি, রোম্যান্স এবং অ্যাকশন সব মিলেছে।”

রাশমিকা মান্দানা বলেন, “গল্পটা শুনে বুঝেছিলাম, এটি অন্যরকম কিছু হতে যাচ্ছে। চরিত্রগুলোর শিকড় পুরোপুরি ভারতীয় সংস্কৃতিতে গাঁথা। শুরু থেকেই ইউনিভার্সের অংশ হতে চেয়েছিলাম।”

নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, গীতা আগরওয়াল শর্মা, ফয়সাল মালিকসহ আরও শিল্পীরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অতিথি চরিত্রে উপস্থিত হয়েছেন মালাইকা আরোরা, নোরা ফাতেহি ও বরুণ ধাওয়ান।

মুক্তির পর দর্শকরা সিনেমার গল্প, চরিত্র এবং হরর–কমেডি মিশ্রণে আনন্দ পেয়েছেন। বক্স অফিসের আয় প্রমাণ করছে, ‘থাম্মা’ দর্শকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং আয়ের দিক থেকে সফল হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4e67
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন