English

28.1 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
- Advertisement -

রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, নিহত ১

- Advertisements -

রংপুর নগরীর সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সিও বাজারের এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলার সময় হঠাৎ করে গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে ট্যাংক ও যন্ত্রাংশ ছিটকে পড়ে এবং আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুল্যান্স, মাইক্রোবাস ও দুটি দূরপাল্লার বাস ক্ষতিগ্রস্ত হয়।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, স্টেশনটি মেরামতের জন্য বন্ধ ছিল। ট্যাংকে লিকেজ থাকার কারণে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়, যা থেকেই বিস্ফোরণ ঘটে। আহতদের দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আহতদের মধ্যে এক যুবক (৪৫) হাসপাতালে মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বিস্ফোরণের তীব্রতায় স্টেশনে থাকা কয়েকটি গাড়ি, আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4mkx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন