কুমিল্লার নাঙ্গলকোটে ঘুরতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া আল বাশারাত কো-অপারেটিভ সোসাইটির পরিত্যক্ত মৎস্য প্রজেক্টের শ্যালো মেশিন ঘরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত আনা মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আনা মিয়া পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী ছাতিয়ারা পাড়ার মৃত সোলতান আহাম্মদের ছেলে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের ১১ বছরের শিশুটি পাশের লালমাই উপজেলার তাজের ভোমরা হাফেজিয়া মাদ্রাসায় পড়তেন। মাদ্রাসা বন্ধ থাকায় ওই শিশু গত শুক্রবার বিকেলে নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়নের মগুয়া বাজারের দক্ষিণে আল-বাশারাত কো-অপারেটিভ সোসাইটির পরিত্যক্ত মৎস্য প্রজেক্টের পাড়ে ঘুরতে যায়।
এসময় আনা মিয়া শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে শ্যালো মেশিন ঘরে ডেকে নিয়ে দড়ি দিয়ে হাত পা বেঁধে বলাৎকার করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রবিবার রাতে নাঙ্গলকোট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আনোয়ার হোসেন খন্দকার বলেন, স্থানীয় মাতবররা সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন, এমন সংবাদ পেয়ে সালিশ বৈঠক থেকে অভিযুক্ত আনা মিয়াকে গ্রেফতার করা হয়। ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে জবানবন্দি রেকর্ড করা হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4mq2
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন