আইপিএলে চেন্নাই সুপার কিংস এতটা খারাপ খেলবে ভাবতেও পারেননি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি! মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দশ উইকেটে হেরে ছিটকে গিয়েছে তার দল।
তবে শেষ তিন ম্যাচ নিয়মরক্ষার হলেও সিএসকে অধিনায়ক বললেন, ‘‘আমাদের এই ম্যাচ তিনটিতে যতটা সম্ভব ভাল খেলতে হবে। যা পরের বছরের প্রস্তুতিতে কাজে লাগবে। দেখতে হবে ডেথওভারের বোলার কারা সেটাও। আর ক্রিকেটারদের চাপের মুখে ভেঙে পড়লেও চলবে না।’’
ধোনি অবশ্য মনে করেন ভাগ্যও সবসময় তাদেঁর সঙ্গে ছিল না। ‘‘যে ম্যাচে প্রথমে ব্যাট করতে চেয়েছি সে ম্যাচে টসে জিততে পারিনি। সেই ম্যাচে আবার কোনও শিশিরের সমস্যাও ছিল না। কিন্তু যে ম্যাচে প্রথমে ব্যাট করতে বাধ্য হলাম, সে ম্যাচে আবার শিশিরের মধ্যে খেলতে হল। এটাকে ভাগ্য খারাপ ছাড়া আর কী-ই বা বলতে পারি,’’ বলছেন তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4slg
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন