English

23 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
- Advertisement -

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়লেখা উপজেলা শাখার বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

- Advertisements -

বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে পৌর শহরের শহীদ মিনার থেকে র‍্যালি শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম, নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক মো. নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সিনিয়র সদস্য আব্দুল হক ও জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, অর্থ সম্পাদক এহসান আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, শাকিল আহমদ, জালাল আহমদ, প্রবিন্স সুচিয়াং, রাহেল আহমদ, উবায়েদ উল্লাহ, কবির আহমদ, মজনুর রহমান, আলমগীর হোসেন চৌধুরী, আদম আলী প্রমুখ।

এসময় নিসচার ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও মাসব্যাপী জনহিতকর নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হবে।

উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২৫ নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বারের মতো এবারো কেক না কেটে জনহিতকর কাজে ব্যয় করার নির্দেশ প্রদান করেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর আহ্বানকে সম্মান জানিয়ে পুর্বের মতো নিসচা বড়লেখা উপজেলা শাখা মাসব্যাপী জনহিতকর বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে যা রয়েছে, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান, জেলা সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরে সড়কের বিভিন্ন বিষয়াদি নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে স্মারকলিপি প্রদান, সচেতনতা মূলক শিক্ষার্থী সমাবেশ, সড়ক সংস্কার, রোড সাইন, জেব্রা ক্রসিং স্থাপন, সতর্কতামূলক ও মাইল ফলক সাইন দৃশ্যমান, সচেতনতা মূলক কুইজ প্রতিযোগিতা, জাহানারা কাঞ্চন স্মৃতিপদক পুরস্কার, স্বেচ্ছায় রক্তদান ও সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের জন্য দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদানসহ জনহিতকর নানান কর্মসূচি পালিত হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4vbs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন