বাংলাদেশের কিংবদন্তি অভিনয়শিল্পী, চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগপূর্ণ বার্তা জানিয়েছেন।
তিনি লিখেছেন— “বাংলাদেশের কিংবদন্তি অভিনয়শিল্পী, চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।
আমি তাঁর সার্বিক সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছেও দোয়ার অনুরোধ জানাই।
কাঞ্চন ভাইয়ের মত সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন দক্ষ একজন সংগঠক ও বর্ষীয়ান অভিনেতা দেশের সম্পদ।
আমাদের প্রাণান্তকর প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।”
কণ্ঠশিল্পী কনক চাঁপা দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাজ করেছেন এবং তাঁর মানবিক কর্মকাণ্ডের একজন শ্রদ্ধাভাজন সাক্ষী হিসেবে পরিচিত।
দেশজুড়ে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় এখন বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন চলছে।
ভক্ত, শিল্পীসহ সাধারণ মানুষও সামাজিক মাধ্যমে একত্র কণ্ঠে প্রার্থনা জানাচ্ছেন— “মানবতার নায়ক ইলিয়াস কাঞ্চন সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে।”