ফেসবুক লাইভে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় বুধবার (১২ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। তিনি এলাকায় ছাত্রলীগ ক্যাডার হিসেবে পরিচিত।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ১৪ জুলাই ইমরান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হুমকি দেওয়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই ইমরান আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছিলেন।
তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। সর্বশেষ গত ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলেরও নেতৃত্ব দেন ইমরান। সেই মামলায় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4ygi
