ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশ কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে থেকে দুই কোটি ভিডিওর বেশি অপসারণ করেছে। প্ল্যাটফর্মের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ ভিডিও আগেই শনাক্ত করা হয়েছিল এবং প্রায় ৯৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে, যাতে ক্ষতিকর বা বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত ছড়াতে না পারে।
টিকটকের সাম্প্রতিক কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে মোট ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৫৫১টি ভিডিও সরানো হয়েছে। এর মধ্যে ৯৯.৮ শতাংশ কনটেন্ট আপলোডের আগেই বা খুব দ্রুত শনাক্ত করা হয়।
বিশ্বব্যাপী একই সময়ে টিকটক থেকে মোট ২০ কোটি ৪৫ লাখ ভিডিও সরানো হয়েছে, যার বড় অংশ স্বয়ংক্রিয় প্রযুক্তি দিয়ে শনাক্ত করা হয়। ভুল শনাক্ত হওয়া ভিডিওও আছে—যাচাই শেষে ৮৯ লাখ ৫০ হাজার ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া, অ্যাকাউন্ট নিরাপত্তার ক্ষেত্রে টিকটক এই প্রান্তিকে ১১ কোটি ৮৬ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে। নীতি অনুযায়ী ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীর আরও ২ কোটি ২২ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যাতে কম বয়সী ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত হয়।
সরানো কনটেন্টের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, অপসারিত ভিডিওর প্রায় ৩০ শতাংশ সংবেদনশীল বিষয়বস্তু, ১৫.৭ শতাংশ নিরাপত্তা নীতিমালা ভঙ্গ, ৩২.৯ শতাংশ ভুল তথ্য, এবং ৩৪.৪ শতাংশ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি কনটেন্ট ছিল। এই ধরণের ভিডিও দর্শক বিভ্রান্ত করতে পারে বা বাস্তব তথ্য আড়াল করতে পারে।
টিকটক জানিয়েছে, এই রিপোর্টের বিস্তারিত তথ্য তাদের ট্রান্সপারেন্সি সেন্টারে পাওয়া যাবে, যেখানে কনটেন্ট নীতিমালা, নিরাপত্তা টুল ও নীতিগত ব্যাখ্যা বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই উন্মুক্ত রাখা হয়েছে।
