ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, তার দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে গোবর ও গোমূত্র। গতকাল স্থানীয় সময় শনিবার এ কথা বলেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
হিন্দুস্তান টাইমস শিবরাজ সিং চৌহানকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলেছে, গরু তাদের গোবর ও মূত্র-সহ বিভিন্ন পণ্যের মাধ্যমে ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মুখ্যমন্ত্রী আরো বলেছেন, গরু বা বলদ ছাড়া অনেক কাজ হতে পারে না। তারা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবস্থাপনা করা হলে গরু তাদের গোবর ও মূত্র দিয়ে একটি রাজ্য এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে।
তিনি আরো বলেন, আমরা সাহায্য দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমি নিশ্চিত যে, এক্ষেত্রে নারীদের অবদানের ফলে আমরা সফল হবো। গোবর ও গোমূত্র থেকে আপনি কীটনাশক থেকে শুরু করে ওষুধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য তৈরি করতে পারেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5elh
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন