‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে পাকিস্তান এশিয়ার মধ্যে সবচেয়ে বাজে দল। বিগত ৩৫ বছরে এখানে কী জিতেছে তারা?’ পাকিস্তানকে নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্টকে উদ্ধৃত করা এমন মন্তব্য কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাফেরা করছে।
তবে এমন বক্তব্য তিনি দেননি বলে তীব্র প্রতিবাদ করেছেন গিলক্রিস্ট। বানোয়াট উদ্ধৃতি ছড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পেজেরও সমালোচনা করেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে দিয়ে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে পাকিস্তান। হোয়াইওয়াশ হলেও পাকিস্তান কিছুক্ষেত্রে দারুণ লড়াই করেছে বলেও মনে করেন সিরিজে ধারাভাষ্যের দায়িত্বে থাকা গিলক্রিস্ট, বিশেষ করে মেলবোর্নে হওয়া দ্বিতীয় টেস্ট অর্থাৎ, বক্সিং ডে টেস্টে।
পাকিস্তানকে নিয়ে অমন মন্তব্য করেননি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গিলক্রিস্ট বলেন, ‘আমি কখনো এটি বলিনি। চূড়ান্তভাবে মিথ্যা, বানানো উদ্ধৃতি। এবার পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ খেলেছে এবং একটি বা দুইটি টেস্টে কাছাকাছি চলে গিয়েছিল।’
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলগত পারফরম্যান্স দেখাতে না পারলেও ব্যক্তিগতভাবে দারুণ উজ্জ্বল ছিলেন পেস অলরাউন্ডার আমের জামাল ও উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বলে-ব্যাটে তো ইতিহাসই করেছেন আমের। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেদেশে অবস্থান করছে পাকিস্তান। আর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া।